আমাদের এই ওয়েবসাইট সম্পর্কে আপনার কোন অভিযোগ, অনুরোধ অথবা পরামর্শ থাকলে তা এই পোস্টের কমেন্টে…
এক টুকরো রুটির জীবন ও আমার শিক্ষা
এক টুকরো রুটির কাছে ও আমার স্বপ্নের কাছে আমি কৃতজ্ঞ।
আমার ক্ষুধা পেলো। আম্মু কয়েক টুকরো রুটি দিলেন। আমি খেতে লাগলাম। ক্ষুধার সময় রুটি খুব স্বাদের হয়। একটি টুকরো বাকি ছিলো। টুকরো টি মুখে দিবো, এমন সময় শুনি,রুটির টুকরোটি কথা বলছে। মানুষের যেমন করে কথা বলে ঠিক তেমন করে!
* রুটির টুকরোটি আমাকে বললো, একটু থামো ছোট্টমনি, কয়েক টুকরো তো খেয়েছো, ক্ষুধা তো দূর হয়েছে!! আমাকে খাওয়ার আগে একটু শোনো আমার কষ্টের কাহিনি!! আমি তো অবাক! রুটি আবার কথা বলে! কথা বলতে পারে!! রুটির টুকরোটি বললো, অবাক হও কেন ছোট্টমনি! যিনি তোমাকে কথা বলতে শিখিয়েছেন তিনিই আজ আমার মুখে কথা ফুটিয়েছেন, যেন তোমাকে কিছু কথা বলতে পারি! আমি বললাম আচ্ছা বলো, কী তোমার কষ্টের কথা!
* রুটির টুকরোটি বললো, তুমি কি জানো ছোট্টমনি, এই যে আমি রুটি হয়ে তোমার কাছে এসেছি, আর তুমি মজা করে খাচ্ছো, এর জন্য আমাকে একের পর এক কত কষ্ট করতে হয়েছে? শোনো তাহলে ছোট্টমনি!
* আমি ছিলাম গমের দানা। আমাকে মাটিতে ছিটিয়ে দেওয়া হলো, আমি মাটির নিচে চলে গেলাম। আল্লাহ বৃষ্টি বর্ষণ করলেন। পানি ও সূর্যের আলো এবং তাপ পেয়ে আমি ধীরে ধীরে বড় হলাম, এবং মাটি ফুঁড়ে বের হলাম। সবুজ ফসল দেখতে কী যে সুন্দর হলো! ছিলাম একটি দানা আল্লাহর হুকুমে এখন প্রতিটি শীষে হলাম অনেক দানা! দিনগুলো আমাদের জন্য ছিলো অনেক আনন্দের।
* এরপর শুরু হলো কষ্টের পর কষ্ট। কৃষক কাস্তে হাতে মাঠে আসলো। ফসল কেটে মাড়াই করা হলো। আমরা শীষের ভিতর থেকে বের হলাম। আমাদের নাম দেওয়া হলো গম। তারপর কী হলো জানো ছোট্টমণি! যাতার মধ্যে ফেলে আমাদের পিষে আটা বানানো হলো। গম থেকে আটা হওয়ার সে কী কষ্ট!
* আটা হওয়ার পর কী হলো? পানি মিশিয়ে ডলে ডলে আমাদের খামির করা হলো এবং ছোট ছোটো বলের মত করে বেলুন দিয়ে বেলে রুটি তৈয়ার করা হলো। ছোট্টমনি তখনো আমি তোমার খাওয়ার উপযোগী হইনি। সে জন্য আমাকে সহ্য করতে হয়েছে সবচেয়ে বড় কষ্ট ; আগুনের কষ্ট।
* এবার শুনো আমার শেষ কষ্টের কথা। কাঁচা রুটি তো খাওয়া যায়না, আগুনে সেঁকে নিতে হয়। তাতে যত কষ্টই হোক আমার!
* চুলায় আগুন জ্বালানো হলো, তাওয়া বসানো হলো। তাওয়া গরম হলো, আমাকে তাওয়ার মধ্যে সেঁকা হলো। আগুনের কষ্ট তোমাকে কী করে বোঝাবো ছোট্টমণি! সব কষ্টের শেষ আছে এ কষ্ট টাও শেষ হলো, আর আমি তোমার খাওয়ার উপযোগী হলাম। একের পর এক এত কষ্ট আমি সহ্য করেছি শুধু তোমার আনন্দের জন্য ছোট্টমণি! তুমি স্বাদ করে খাবে, তোমার ক্ষুধা দূর হবে, তৃপ্তি হবে শুধু এজন্যে ছোট্টমণি!
তাহলে বলো তো ছোট্টমনি, তোমার কী কর্তব্য নয় খাওয়ার পরে এই দূয়াটি পরে নেয়া-
উচ্চারণ : আলহামদু লিল্লাহিল্লাজি আত্বআমানা ওয়া সাক্বানা ওয়া ঝাআলানা মিনাল মুসলিমিন। (আবু দাউদ, মিশকাত)
অর্থ : সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি খাওয়ালেন এবং পান করালেন এবং মুসলমান হিসেবে অন্তর্ভূক্ত করলেন।
তাহলে আল্লাহ কত খুশি হবেন বলো দেখি ছোট্টমণি।
* রুটির টুকরোর কাহিনি শুনে খুব কষ্ট হলো। ঘুম ভেঙে গেলো। স্বপ্নের মধ্যে কত সুন্দর শিক্ষা! আমি প্রতিজ্ঞা করলাম, খাওয়ার পরে দোয়া অবশ্যই পড়বো ইনশাআল্লাহ!
খুব সুন্দর লিখেছেন। আপনার লেখক জীবন আরো সমৃদ্ধ হোক সেই কামনা করি।
ধন্যবাদ।