আমাদের এই ওয়েবসাইট সম্পর্কে আপনার কোন অভিযোগ, অনুরোধ অথবা পরামর্শ থাকলে তা এই পোস্টের কমেন্টে…
কাজ ও পরিকল্পনা
কাজ ও পরিকল্পনা এই দুইটি শব্দের একই অর্থ নয়।কিন্তু এরা একে অপরকে ছাড়া কিছুই করতে পারেনা।কারণ যেমন পরিকল্পনা ছাড়া কোন কাজ হয়না,তেমন কি কাজ করব সেটা না ঠিক করে পরিকল্পনা করা যায় না।তাই সুষ্ঠু কাজের জন্য চাই সুষ্ঠু পরিকল্পনা।এখন প্রশ্ন হলো তাহলে কোন কোন কাজের জন্য পরিকল্পনা করব?কোন কোন কাজের জন্য নয়,যেকোনো কিছু করার জন্যই পরিকল্পনা করা দরকার।।আর সেকারণে হয়ত মনিষীরা বলেছেন,”ভাবিও করিও কাজ করিয়া ভাবিও না।”অর্থাৎ কাজ করার পূর্বে সেটা সম্পর্কে ভাবতে হবে,পরিকল্পনা করতে হবে।আর যে কাজ পরিকল্পনা বিহীন ভাবে করা হয়,সে কাজে ভালো সফলতা পাওয়া যাবেনা।আবার শুধু পরিকল্পনাই করলে হবেনা ।সেই পরিকল্পনা কে কাজে রুপান্তর করতে পারলেই সফল হওয়া যাবে।সেকারণে কাজ ও পরিকল্পনার সমন্বয় ঘটিয়ে নতুন কার্যসংগঠিত হলেই সফল হওয়া যাবে।আর এ পরিকল্পনাকে যদি কাজে রুপান্তর না করা যায়,তবে সেটা কাজী নজরুলের কথায় ভাবাবেশ কর্পূরের মতো উড়ে যাবে।অর্থাৎ পরিকল্পনাটির বাস্তব প্রয়োগ না করতে পারলে সেটা ব্যর্থ হয়ে যাবে।তাই চাই সবার আগে পরিকল্পনা এবং তারপরে চাই সেটির কাজে রুপান্তর তথা বাস্তব প্রয়োগ।আমরা এই দুটি জিনিস কে সমন্বিত করতে পারলেই সফলতা অর্জন করতে পারব।